মৃত্যুকে মোকাবিলা!
এমনতর সাধ্য আছে কার?

তবে,
ভালোবাসার সামর্থ্য বহুজনেরই আছে।
বলতে গেলে সবারই আছে।

তবুও,
সবাই ভালোবাসতে পারে না,
কিংবা ভালোবাসা সবার কপালে জুটে না।

কিন্তু,
মৃত্যু সবাইকে হাতছানি দেয়,
কাছে ডেকে নেয় একান্তে,
ভালোবেসে আলিঙ্গন করে।

সবশেষে,
মৃত্যুই জিতে যায়, নিখাঁদ ভালোবাসায়!
_________________________
০৬ আগস্ট ২০২১; রাত ১২.১০ টা।