বুকের ভিতর আগুন জ্বলে
মুখটা তালাবন্ধি;
বিচারহীনতার সাথে যেন
অলিখিত সন্ধি!

যেমন ইচ্ছে তেমনই চলছে
আইনের নেইকো বালাই,
বলার মতো নেই যেন কেউ
সবাই পালায় পালাই।

দ্রব্যমূল্যের লাগামহীনতা
টানার যেন কেউ নেই ;
উর্ধ্বগতির বাজারে গিয়ে
হারিয়ে ফেলি খেই!

যে যেখানে পারছে যেমন
করছে তেমন শোষণ;
সুযোগসন্ধানী চাটুকাররা
করছে সেসব তোষণ।

এমন করে চললে কী আর
স্বাধীনতার স্বাদ মিলে?
আমজনতা থাকবে কি তবে
পরাধীনতার শৃঙ্খল গিলে!
_________________________
১৪ অক্টোবর ২০২০ || সন্ধ্যা ৭.০৫ টা।