তুমি কী আমার দৃষ্টিসীমায় ঘনকালো মেঘ হবে?
যখন সূর্যটা ঢেকে যাবে।
তারপর উড়ে যাবে এ প্রান্ত থেকে ওপ্রান্তে,
মাঝে মাঝে জড়াজড়ি, ঘেঁষাঘেঁষি -
শূন্যে ছড়ানো আগুন ফুলকি - দৃষ্টি করে ঝাপসা।
নতুবা, তুমুল গর্জনে চক্ষু মুদিয়া -কানে লাগানো তালা!
সবকিছুই চাপিয়ে যখন-
বায়ুশূন্যতা পূরণে প্রবল ঝড়ো হাওয়া বয়ে,
একাকী উদ্যানে দোল খায়, গগনছোঁয়া সুপারি গাছটি।
মনের হরষে আমিও দুলি তার সাথে,
তোমাতে মেতে উঠি!
তুমি কী আমার দৃষ্টিসীমায় ঘনকালো মেঘ হবে?
যখন সূর্যটা আড়ালে রবে।
আবার ঘন-কালো মেঘ গলে, মুষলধারে বৃষ্টি হবে।
আমি সেই জমকালো বৃষ্টিতে ভিজে শুদ্ধ হবো,
সজীবতায় আড়মোড় ভেঙে রৌদ্রস্নানে চাঙ্গা হবো।
যেমনটা নতুন বৃষ্টিজলে পত্রহীন বৃক্ষরা পল্লবিত হয়!!
__________________________