স্বপ্ন
°°°°°°মোহাম্মদ দীদার হোসেন
©©©©©©©©©©©©©©©©
মানুষ নাকি বড় হয়,
স্বপ্ন দেখার সমান।
স্বপ্ন তাই দেখতে হবে-
আকাশ, পর্বত প্রমাণ।
যদি কেউ দেখে স্বপ্ন -
তার চাইতেও বেশি;
স্বপ্ন চুঁড়া ছুঁতে তার-
লড়তে হবে ঠাসি!
স্বপ্ন তুমি যা-ই দেখো,
থাকতে হবে জেগে।
বাস্তবে তার দেখা পেতে,
লক্ষ্য স্থির আগে।
ঘুমিয়ে তুমি স্বপ্ন দেখলে,
জেগে দেখবে ফাঁকা।
জেগে তুমি স্বপ্ন দেখলে,
পাবে তার দেখা।
©©©©©©©©©©©©©©©©
বড়লেখা, মৌলভীবাজার ;
২২ অক্টোবর ২০১৯;
দুপুর ১২.১০ টা।