আমাদের দেশকে সবাই ভালোবাসি,
দেশটা জিতলে তাই একসাথে হাসি।
মিলেমিশে তাড়াই আপদ।
সবার সুখে হাসি, কাঁদি সবার দুঃখে;
মাঝেমধ্যে দুষ্টরা কেড়ে নেয় সুখ কে!
প্রতিহিংসা আনে বিপদ।
রক্তে কেনা দেশটা কারো একার নয়,
ঐক্যবদ্ধ থাকলেই দেশের হবে জয়।
থাকবো সবাই নিরাপদ।
২৪ ডিসেম্বর ২০২০ || সন্ধ্যা ০৫.৪৫ টা।