চোখ কি শুধুই মনের কথা বলে?
না, শুধুই তাই নয়।
কখনো কখনো শরীরের কথাও জানান দেয়!
কারো দুঃশ্চিন্তা চোখের নিচের কালি,
কারো আবার দুঃশ্চিতার কারণেই জমে কালি!
ঠিক যেন একটা আরেকটার উল্টোপিঠ।
কখনো জমে কালি বয়সের ছাপে,
কারো আবার কালো হয় সূর্যের ভাঁপে।
এলার্জি থাকলেও হতে পারে কালো,
পানিশূন্যতায় কালো হলেও সবই হয় ভালো।
সবার নজরকাড়া আমার চোখে অমোচনীয় কালিটা -
কেন জমেছে জানো প্রিয়?
শুধুই তোমার প্রতীক্ষায় বিনিদ্র রজনী কাটাতে গিয়ে।
_________________________
১৭ আগস্ট ২০২১; রাত ১.৩০ টা।