আহলান সাহলান! এসেছে মাহে রমজান!!
রহমতের প্রথম দশে, করোনা হোক ম্লান।

খোদার পাণে দু'হাত তুলে করি মুনাজাত;
বন্ধ করুন, ওগো মহান! করোনার আঘাত।

হাসি-খুশি, উচ্ছ্বলতা নেই যেন ধরাতে;
সবকিছুই নিশ্চুপ , প্রাণঘাতী করোনাতে!

এমন রমজান দেখিনিতো আগে, স্মৃতি যতদূর;
মাগফিরাতের মাঝের দশে, করোনা হোক দূর।

এ রোজায় কারো মনে, দেখিনা খোশমেজাজ;
তারাবিতে শুনছি না, হেফজ কোরআন আজ!

মসজিদেও নামাজ পড়া, হচ্ছে না গো খোদা!
করোনাকে দিয়ে আপনি, দিচ্ছেন কেন বাধা?

দেখতে চাইনা বিরাণ ধরা, মানুষ যেথায় নিঃস্ব,
নাজাতের শেষ দশে, করোনা মুক্ত হোক বিশ্ব।

কাঁদছে সকল মুমিন বান্দা, নাজাতের লাগি ;
আপনি খোদা সবই পারেন, যতই হোন রাগী।

জুমাতুল বিদা'র আগে, সব হয়ে যাক ঠিক;
কথা দিচ্ছি বান্দা আপনার, ছুটবোনা দিগ্বিদিক।

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বড়লেখা, মৌলভীবাজার ;
২৬ এপ্রিল ২০২০; রাত ১১.৪৫ টা।