প্রাণ খুলে এবার হবে না বলা, শুভ নববর্ষ!
কোভিড-১৯ আতঙ্কে কারো মনে নেই হর্ষ।
সমস্বরে হবে না গাওয়া, এসো হে বৈশাখ!
করোনা দিয়েছে হানা, মেলেছে তার শাখ।
করোনায় থমকে গেছে বর্ষবরণের জোয়ার;
রমনায় হবেনা মঞ্চ ছায়ানটের গান গাওয়ার!
পার্ক ঘিরে বসবেনাতো প্রাণের বৈশাখী মেলা;
করোনা এসে দেখালো বিধির অমোঘ খেলা!
চারুকলায় হচ্ছেনা আর মঙ্গল শোভাযাত্রা;
বর্ষবরণের ইতিহাসে যোগ হলো ভিন্নমাত্রা!
বাংলার কোথাও জমছেনাতো বৈশাখী মেলা;
লালদীঘিপাড়ে হচ্ছেনা জব্বারের বলী খেলা।
লন্ডভন্ড সব আয়োজন, বৈশাখ বরণও ম্লান;
রবীন্দ্র সরোবরেও গাইবেনা বৈশাখেরই গান!
কেউ খাবেনা পান্তা-ইলিশ মাটির সানকিতে;
নাগরদোলায় চড়বেনা কেউ, বেরুবেনা ঘুরিতে!
ক্ষুদ্র এক জীবানু এসে, করছে মোদের নাকাল;
আয়োজনহীন বর্ষবরণ, পানসে সকাল-বিকাল!
করোনাক্রান্ত বৈশাখীতে কী আর করবে তাই ;
চলো এবার বৈশাখী বাজেট অসহায়কে বিলাই।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বড়লেখা, মৌলভীবাজার ;
১৩ এপ্রিল ২০২০;
সন্ধ্যা ৬.০০ টা।