[১] পটুয়া কবি
°°°°°°°°°°°°°°°°°
আমাদের ছোটো গাঁয়ে ছিল নীলু কবি
কবিতার পাশাপাশি আঁকতো সে ছবি।
ছবিতে সে ফুটিয়ে তুলতো গ্রামখানি,
তাই দেখে সবাই তাকে পটুয়া মানি।
[২] চালাক নীলু
°°°°°°°°°°°°°°°°°°
গ্রামের ছোটো বড়ো সবাই ডাকে নীলু,
বোকাসোকা নয় সে, মাথায় আছে ঘিলু।
প্রথিত নয়তো সে, তবু সবার চেনা,
লোক বুঝে সাবধানে করে লেনাদেনা।
[৩] কবির পতন
°°°°°°°°°°°°°°°°°°°
একদা আসরে বসে মন কাড়ে কবি,
তুলির আঁচড়ে আঁকে চমকানো ছবি।
কবির মনে যেই অহংকার জাগে,
একসময় তাই বুঝে সকলে রাগে।
__________________________
১০ মে ২০২১; রাত ১.১০ টা।