(০১) হায়াত স্যার
°°°°°°°°°°°°°°°°°°°°°
সবার অতি প্রিয় হায়াত খান স্যার,
কারোর সাথে হয়নাকো তুলনা যার।
ধীর স্থির কথাবার্তা, দেখতে সুন্দর,
খোঁজেন সবার বাহির আর অন্দর!

(০২)  প্রমি নামের মেয়েটা
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
হায়াত স্যারের মেয়ের নামটা প্রমি,
সবাই তাকে ভালোবেসে ডাকতো টমি।
নাদুসনুদুস চেহারা নজর কাড়ে,
কেউ যদি মন্দ বলে নাহি সে ছাড়ে।

(০৩) স্যারের ভয়
°°°°°°°°°°°°°°°°°°°°°
হলে হায়াত স্যারকে পেত সবে ভয়,
স্যারের হাতে পড়ে কখন সাজা হয়!
পোলাপানকে যখন সামলানো দায়,
হায়াত স্যারের কাঁধেই কাজটা যায়।
__________________________
১০ মে ২০২১, দুপুর ২.১০ টা।