ভালোবাসি দেশটাকে
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
চল সবে ভালোবাসি দেশটাকে ভাই,
এমন সোনার দেশ, বল কোথা পাই?
সবুজ শ্যামলে ভরা রূপসী এদেশ,
তাই মোরা বাংলাকে ভালোবাসি বেশ।

পঞ্চাশ
°°°°°°°°°°
দুনিয়ার মানচিত্রে আছে এক দেশ,
স্বাধীন হতে ঝরেছে রক্ত বেশ।
মা-বোনেরা ইজ্জত হারিয়েছে কত!
দেখতে দেখতে পঞ্চাশ হলো গত।

খতিয়ান
°°°°°°°°°°°
তিরিশ লাখ প্রাণ দেয় দেশের জন্য,
এমন দেশ পৃথিবীতে আছে কি অন্য?
মুক্তি সংগ্রামে উদয় হলো যার,
চাওয়া পাওয়ার কত হিসাব তার!
__________________________
১২ মে ২০২১; রাত ১.২০ টা