হে প্রমত্তা নদী!
তোর বুকে মাথা রেখে,
আমি কবিতা লেখি।
হে স্রোতস্বিনী নদী!
তোর এক আঁজলা জলে,
আমি ছবি দেখি।

হে রুদ্র নদী!
তোর ভাঙা তীর ঘেঁষে ,
আমি হাঁটতে থাকি।
হে সর্পিল নদী!
তোর শরীরের ভাঁজে-খাঁজে,
আমি জীবনের ছবি আঁকি!
_____________________
২৬ ফেব্রুয়ারী ২০২১; সকাল ৮.৩০ টা।