মাঝে কেটে গেছে পুরো ছাব্বিশ বছর!
প্রাতঃভ্রমণকালে হঠাৎ দেখা!
ক্ষণিকের জন্য চোখে চোখে বিনিময়,
আর তাতেই মনে রেখাপাত,
পুরোনো স্মৃতি হাতড়িয়ে বেড়ানো,
এ যেন জনম জনমের চেনা!
দু'জন কোন কথা না বলেই কিছুদূর চলে যাওয়া,
ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে তাকাতেই মৌনতা ভেঙে নাম ধরে ডাকলে তুমি!
আমিও সাড়া দিলাম,
তারপর আবার পিছনে যেতেই তোমার পরিচয় নিশ্চিত করলে।
অথচ,
ছাব্বিশ বছর আগের কোনো স্মৃতিচারণ হয়নি।
যেটুকু কথা হলো রাস্তায় দাঁড়িয়ে, তার সব-ই বর্তমান।
স্বামী-সংসার, রোগ-শোক, বালা-মুসিবত এসব এড়িয়ে যাওনি।
আমার মুখ থেকে তেমন কোনো কথা বের হয়নি।
তুমি চশমার ফাঁক গলিয়ে চোখে চোখ রেখে বললে, 'বাসায় যেও'।
আমিও সায় দিলাম।
আমাদের জমানো কথাগুলো হয়তো সুযোগ পেলে তখনই বলবো কিংবা শুনবো।
আবারও কি ছাব্বিশ বছর পরে দেখা হবে আমাদের!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
৩০ সেপ্টেম্বর ২০২০ || সকাল ৬.১০ টা।