দেখলে বউয়ের হাসি মুখ,
মনে পাই যে অনেক সুখ।
দেখলে তার বেজার মুখ,
দূর হয়ে যায় মনের সুখ।
কণ্ঠে তার কোমল সুর,
শুনতে লাগে অনেক মধুর।
ঝাঁঝালো আর কর্কশ সুর,
শুনতে বড়ো বেদনা বিধুর ।
বউয়ের চোখে অশ্রু ধারা,
পাই না ভেবে কুল-কিনারা।
দেখলে চোখে সুখের নহর,
মনে বহে আনন্দের বহর।
---------+---------+--------
বড়লেখা, ২৫ আগষ্ট ২০১৯।