কতজনে কবিতা লিখে, হয় না সবে কবি!
যতজন ছবি আঁকে, ফুটে কি সবার ছবি?
কতজনে গল্প লিখে, সব হয় কি গল্প?
রম্যগল্পে থাকতে হবে, হোক রম্য অল্প।
লেখা কিন্তু সবাই লিখে, ক'জন হয় লেখক?
আদ্যোপান্ত সবই পড়ে, আছে ক'জন পাঠক?
বক্তৃতা অনেকেই শোনে, হয় ক'জন শ্রোতা?
কথার ধার যদি না থাকে, হয়ে যায় তা ভোঁতা!
কথা কিন্তু সবাই বলে, বক্তা হয় ক'জন?
অল্প কথায়ও চিড়া ভিজে, যদি হয় সুজন!
নাটক তো অনেক হয়, ক'টায় মন কাড়ে?
সব উপন্যাস এমন তো নয়, হৃদয়কে নাড়ে!
নানা সুরে তাল মিলিয়ে, অল্পই হয় সুরকার;
যেমন খুশি লিখলেই কিন্তু হয় না গীতিকার।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বড়লেখা, মৌলভীবাজার;
২৩ আগস্ট ২০২০; বিকাল ৩.১৫ টা।