বিজয় নয় তো-
সহজলভ্য, ছেলের  হাতের মোয়া ,
বিজয়  হলো-
লাখো মা-বোনের ইজ্জতেরই ছোঁয়া।

বিজয় নয় তো-
পথের ধারে বেড়ে উঠা কোনো দূর্বাঘাস,
বিজয় হলো
দক্ষ মালীর বাগানে ফোটা ফুলের সুবাস।

বিজয় নয় তো-
খালি চোখে দেখা ভোরের পুবাকাশ,
বিজয় হলো-
গোধূলি লগ্নের রক্তিম পশ্চিমাকাশ!

বিজয়  নয় তো-
খরস্রোতা নদী সাঁতরে পাড়ি দেয়া,
বিজয় হলো-
ঝঞ্ছাবিক্ষুব্ধ এক সাগর রক্ত দেয়া।

বিজয় নয় তো-
পূর্ণিমার চাঁদের এক ফালি হাসি,
বিজয় হলো-
ঘোর অমানিশা শেষে সুখের বাঁশি।

বিজয় নয় তো-
তপ্ত দুপুরে রাজপথ মুখরিত শ্লোগান,
বিজয় হলো-
বুক চিতিয়ে সম্মুখ সমরে এগিয়ে চলার গান।

বিজয় নয় তো-
কোনো প্রেমিক-প্রেমিকার অমর প্রেমগাঁথা,
বিজয় হলো-
যুদ্ধজয়ী সন্তানের নিশ্চিন্তে মায়ের কোলে মাথা।

বিজয় নয় তো-
মুখ থুবড়ে খেয়ে-পরে কোনোমতে বেঁচে থাকা,
বিজয় হলো-
মাথা তুলে দাঁড়িয়ে নির্বিঘ্নে চলা 'জীবন চাকা'।

২২ ডিসেম্বর ২০১৮ || দুপুর ১২.৫০টা || বড়লেখা