দংশন করে যদি বিবেকে,
কখনো পড়বে না বিপাকে।
বিবেকের দায়ে ফেলে আত্মা,
খুঁজে ফিরো তোমারই স্বত্ত্বা।
কখনও ভুলো নাকো দংশন,
বিবেকে ঘটুক সদা জাগরণ।
জাগ্রত বিবেকের মহিমা অপার,
রক্ষা পাবে আত্মা তোমার।
বিবেকের দংশনে বাড়ে জ্বালাতন,
আত্ম-অহমিকার হয় যে পতন।
বিবেকের বিচারে হয় না অনিয়ম,
হারলেও তাই লাগে না শরম।
_________________________
বড়লেখা, মৌলভীবাজার ;
০৯ অক্টোবর ২০১৯; রাত ১২.২০ টা।