আজ হলো বছরের শেষ দিন
স্মৃতিরা হৃদয়ে রবে অমলিন
গত যে বর্ষ।

সময়ের কোলাহল হলো নিঃশেষ
থেমেছে প্রাণোচ্ছল হাসির রেশ
নেই তো হর্ষ।

রণে ভঙ্গ দিয়েছে কত যে আশা
সেসব ভাবতে হারায় কত ভাষা
মন যে বিমর্ষ।

৩১ ডিসেম্বর ২০২২ || রাত ১১.৫৫ টা।