বৃষ্টি নিয়ে লিখতে ছড়া-
বসে আছি ভাই;
মেঘ বৃষ্টি করছে খেলা -
সূর্য্যি মামা নাই।
বৃষ্টির সাথে শীত জেঁকেছে-
পাখিরাও থমকে গেছে ;
বাচ্চারা সব ঘরে বসে -
গল্পের আসর পেতেছে।
এমন বৃষ্টিতে বাইরে যেতে -
চায়না কারো মন;
ঝালমুড়ি আর খিচুড়ি খেতে -
মন করে আনচান !
বাদল ঝরা মেঘলা দিনে -
জেঁকেছে হৈমন্তী শীত ;
ঘরে বসে গাইবো সবাই -
বাদলা শীতের গীত!!
®®®®®©®®®®®®®®®®®
বড়লেখা, মৌলভীবাজার;
২৬ অক্টোবর ২০১৯;
দুপুর ১.১৫ টা।