রাজনীতির সব নোংরা খেলা কবে হবে বন্ধ?
জনগণকে ভাবে তারা চোখ থাকিতে অন্ধ।

ষোল কোটির দোহাই দিয়ে করে ভোট ভিক্ষা,
বঞ্চিত সব আমজনতার হয় না তবুও শিক্ষা।

ক্ষমতা পেলে সাজে তারা যেন পালোয়ান বীর,
বিরোধী মাঠকে শ্মশান বানিয়ে উঁচু রাখে শীর!

মামলা-হামলা, রক্ত ঝরে সব নিরীহ জনতার,
ভাবে বোধহয় জনতারা সোপান শুধু ক্ষমতার!

ভোট এলেই জনতাকে বলে তাদের আপন,
পরক্ষণে দমন-পীড়নে চিন্তায় ধরে না কাঁপন।

যেই যখন যায় ক্ষমতায় 'রাবণ' সাজতে চায়
ক্ষমতার পালাবদলে সাধুরা জালে ধরা খায়!

একবার ক্ষমতায় গেলে সাজে 'যগদ্দল পাথর'!
ভোটের মাঠের বক্তৃতায় হয় কৌশলে কাতর।

প্রতিহিংসার অপরাজনীতি চলে অবিরাম যদি,
নোংরা খেলা বন্ধে জনতা নাড়িয়ে দিবে গদি।

মত প্রকাশে-ভোট প্রদানে না হয় যদি স্বাধীন,
তবে কেনো ভাববে না যে গণতন্ত্র পরাধীন?

রাজনীতির লক্ষ্য যদি হয় জনতার শুধু মঙ্গল,
এ দেশটা না হোক তবে দাবদাহে পোড়া জঙ্গল!

___________
২৫ ডিসেম্বর ২০১৮।