হতাশার বালুচরে যদি আশাবাদী হতে চাও,
তবে, নৈরাশ্যের পাহাড় ডিঙিয়ে এগিয়ে যাও।

ঐ যে দেখছো না, সামনে ঘন কুয়াশা!
দৃষ্টিসীমাকে অবরুদ্ধ করে দিয়েছে-
তাতে কি থমকে গিয়েছে সবকিছু?

সবই চলছে ঠিক-ঠাক, স্বাভাবিক গতিতে-
কুয়াশা ক্ষণস্থায়ী এ ভাবনায়, আত্মবিশ্বাসে ভর করে।

ধুঁয়াশায় ভেঙে পড়লে কি চলবে?

উঠে দাঁড়াও, যাত্রা শুরু করো, এগিয়ে চলো,
কুয়াশার চাদর ভেদ করে সম্মুখে জ্বলো।

নিশ্চিত থেকো, তুমি পথ হারাবে না,
কারণ, আলো আসবেই।

যেমনটা ঘণ কুয়াশা বিদীর্ণ করে সূর্য-কিরণ আসে।


বড়লেখা, মৌলভীবাজার || ২৫ নভেম্বর ২০২০ ||সকাল ০৮.০০ টা।