স্বপ্ন তৈরি করেছো ?
অবসর মনে ক্লান্তি সরিয়ে যখন
প্রত্যেকটি, স্বপ্নে নতুন আবার মন,-
প্রতিটি, স্বপ্ন বেঁচে থাকার নতুন রাস্তা তৈরি করে দেয়,
ভেঙে যাওয়া স্বপ্ন অন্য স্বপ্নের ঠিকানা নেয়।
রঙ ছড়াতে দেখেছো ?
বদলে যায় সব কিছু--
ভালো -খারাপ উচু -নিচু
মূল্য হীন তখন।
রাস্তার ধারে বসে থাকে লোকটি
ভিক্ষের থলী-হাতে,
অলক্ষ্যে নিচ্ছিলো নোট টি,
কোন এক স্বপ্ন যেন ঘোলা করেছিল চোখ টাতে,-
জীবন এর স্বপ্ন । এক প্রাণ জীবন ছিল বেঁচে,
সেই স্বপ্ন , ছিল ওঁর প্রতি স্পন্দনে মেতে।