প্রশ্ন গচ্ছিত করে যাচ্ছি ভবিষ্যতের জন্যে
প্রতি দিন একটি দুটি সংযোজিত করছি সেই প্রশ্নের অরণ্যে।
এমন কিছু তো রয়েছে যার সামনে আমি দাঁড়াতে চাই
জানি তা এড়িয়ে যাবে অবহেলায়। আমিও যেমন রাখি নাই।
এক অরণ্য প্রশ্ন , যার উত্তর আমার কাছেও নাই
দাঁড়াতে হবে জানি। অনেক আমি ঠিক করতে পারতাম তার মাঝে
ইচ্ছে হতো যদি, আমল দেয়নি , ছেড়ে দিয়েছি ভবিষ্যতের কাছে
আমি মানি।
প্রশ্ন হবে। তাতে কি এসে যায় , মনে রেখেছে
কে কবে , ভুলে যাবে একদিন , মুছে যাবে সব
চিন্তিত শুধু আজকে উত্তরের জন্যে,
কিছু প্রশ্ন তো হবে প্রশ্নের অরণ্যে-
কিছু সময়ের জন্যে দাঁড়াতে তো হবেই আমাকে।
হাত বাড়াই আপনার ভেবেছি যাকে,-
আমার উত্তর গুছিয়ে দাও ,
আমাকে সম্মানে যেতে দাও,
আমার জন্যে রাখা প্রশ্নগুলির দায় তুলে নাও।।