গত জন্মে তুমি সুন্দর ময়ূর ছিলে
ঘন মেঘে বৃষ্টি ধারায় পেখম উঁচিয়ে
নৃত্য করেছিলে।
বন নেচেছিল , পৃথিবী নেচেছিল সেদিন ,
সুন্দর ! সে কি সুন্দর !
যখন যেখানে সেখানে তুমি
কখনো ছুটেছো মাঠ চিরে - কখনো স্থির নেত্র ধীরে
মেখেছো ধূলিত ভূমি।
ছন্ন - ছাড়া বলেছি তোমায়।।
তোমার জন্য ছিল পৃথিবীর বারতা --
মেঘ ছিল , ছিল তারা ভরা রাত
ছিল স্বাধীনতা। সে কি স্বাধীনতা!
গত জন্মে তুমি সুন্দর ময়ূর ছিলে। ।