ভালোবাসা কি চোখে বোঝা যায়?
তবে চুপ ছিলে কেন ?
আমার চাইতেও ভালোবাসতে কি পারে - এই বিশ্ব সংসারে।
ঝড় ছিল গোপনে, চকিত মনে
এক রাশ স্বপ্ন কিনেছিলাম
নিজেকে নিঃশেষ করে।
কতবার নিজেকে সপেছি তোমার
কোমল হাতের পরে।
খেলা থেকে সোজা পড়তে যাওয়া - তোমাকে আবার পাওয়া
ঘামে ভেজা শরীর, আর তুমি বসতে অন্য পারে,
নিভৃতে আমার সবচে পছন্দ দুটি মিলতো চুপিসারে।
একদিন হঠাৎ দেখি তুমি অনেক দূরে--
এত দূরে! আমি মিলতে পারিনি তোমার সুরে,
আমি ভালোবাসতে পারতাম, আমি আমাকে দিতে পারতাম
আমার যোগ্যতা এতটুকু মাত্র।
সেদিন সন্ধে এসেছিলো , বেনারসী-তে তুমি এতো অনন্য !
এতবার তো দেখেছি তোমায়, তবু সেদিন ছিলে তুমি আমার কত দিনের স্বপ্ন !
দেখলাম তোমার পাত্র।
আমিও ছিলাম খুব কাছে-
সেদিনও শরীর ছিল ঘামে ভেজা- মনে আছে ?
সেদিন তবে তাকিয়েছিল কেন ?
একবার জানি মনে হয়
আরো একবার সে রাত খুজেছিলো আমায় ? ।।