আমি উঠেছিলাম সেদিন মাটি বিদীর্ণ করে--
নিঃসৃত করেছিলাম গর্ভ-মধ্যস্থ রস,
ফুল ছড়িয়ে দিয়েছি পৃথিবীর পরে-
তার ওপর পড়েছিল আমার ঔরস ।
সেদিন আমি বদলা মেঘ হয়ে--
আঁধারে ভরে দিয়েছিলাম চারিদিক, বরিষণ স্রোতে
উড়িয়ে ধ্বজা উন্মত্ত জলরাশি বয়ে, ধরণী উঠেছিল মেতে।
সেদিন শান্তি হয়ে এসেছিলাম হাওয়ায়--
আমি-ই দিয়েছিলাম জীবনী শক্তি,
এ আমার নিরন্তর অন্তহীন আসক্তি-
সেদিন মিশিয়ে দিয়েছিলাম আমাকে, তোমার সকল পাওয়ায়।
আবারও দেব বিলিয়ে-প্রকৃতি কে - দেহ আমার
ছড়িয়ে যাবো আমি,-
আজকের আমি থাকবো না আর। আর
মিলিয়ে যাবো আমি, যা কিছু টানি,-
আমার যা আছে, দিয়ে যাবো পৃথিবীর কাছে-পৃথিবীর হাতে,-
আবারও, আসবো- একদিন তোমার কাছে- এমন ই কোনো প্রভাতে।।