আমি দেখেছি নীল-বিদ্রোহ
আমি দেখেছি কাঁটা তার,
মৃত্যু-যন্ত্রণার আঘাত পড়েছে অহরহ।
আমি দেখেছি ভিটে-মাটি হীন মানুষের পারাপার।।
আমার কান্না দেখতে পায়নি কেউ -
আমার যত ছিল রস, দিয়েছিলাম শিকড়ে ঢেলে,
নিজের মধ্যে সৃষ্টি করেছিলাম আন্দোলনের ঢেউ -
বসবাস তৈরী করেছিলাম নিজেকে কেটে ফেলে।
আমার আনন্দ দেখতে পায়নি কেউ-
শ্রেষ্ঠ 'মানব ' সৃষ্টি হয়েছিল যেদিন,
তারপরে, আমি দেখেছি কত সভ্যতার ঢেউ -
হিংসে আর হানাহানি বাড়তে দেখি দিন-দিন।
দ্বিধা করনি আমাকেও করতে শেষ !
আমি দেখেছি আমার সৃষ্টি-কে দাস হতে !
শেষ করে দিচ্ছ আশা ।বাকি আর মাত্র-লেশ-
আজ আমি চলছি কোনো মতে।।
আমার কষ্ট টের পাওনা তোমরা কেউ -
আছড়ে ফেলছো তোমরা কেবল,হিংস্রতার ঢেউ --।