সবে তখন হয়েছে রাত ভোর,
আবছা হয়েছিল পৃথিবী আমার
পুরোনো জীবন ভাসছিল চোখে, আর -
তখনি করা-র আওয়াজে খুলে গেলো ঘরের দোর।
অপরূপা তাকে পেলাম আমি হঠাৎ ,
সুন্দর সে চাহনি, দেখিনি তো কখনো
এমন শান্তির ছায়া বিরাজ করে যেন-
থাকুক না আমায় ঘিরে আজকের ভোর রাত।
প্রেমে পড়েছি জানি, এ প্রেম অবিনশ্বর,
কুন্ঠা ছিল-না , ছিল-না লজ্জা -
ফুলের গন্ধে ছিল ভরা আমার সজ্জা,
হাতের ইশারায় সে ডাকছিল। আমি পিছু নিলাম ওঁর ।
কতদিন ছিল ঢাকা এতো মনোরম দৃশ্য,
আমি চলছিলাম তাঁর পিছে, কি যেন এক তাড়নায় -
পুরোনো সব যাচ্ছিল সরে, তবু অসীম এক লোভ নিচ্ছিল আমায় ,
মুহূর্তে ভাঙলো খেয়াল- সে যে মরণ !-আমায় করছে নিঃস্ব ।
পারিনি ফেরাতে নিজেকে, নিঃস্ব হয়ে চলেছি তাঁর পিছু ,
তবু এতো আনন্দ জাগেনি কখনো -