পথ চলার পথে , হঠাৎ তাঁর
দেখা হয়েছিল কৃষ্ণার সাথে,
লম্বা কেশ এলানো
যেন মেঘ নেমেছে মাটির কাছে,
গাঁয়ে-র মেয়ে , বোঝেনা আধুনিকতা
মুখে মিষ্টি - স্বচ্ছ সরলতা,
সমস্ত পৃথিবী জড়িয়ে আছে যেন মেয়ে-টিকে ঘিরে-
খেয়াল নেই সেদিক, মেয়েটি নামছে ঘাটে, খুব ধীরে-ধীরে,
আকাশ রঙা শাড়ি- জলে মেলাচ্ছে রঙ তার-ই।
এ কোন বিধাতার সৃষ্টি ? জানে না কেউ,
কেন মনের মধ্যে উঠে এতো ঢেউ ?
সে, দাঁড়িয়ে পড়েছিল , সুন্দর দৃশ্যটি ভরছিল চোখে,
তাঁর প্রেম মিশিয়েছিলো হাওয়ায় , সে খবর পায়নি অন্য-লোকে।
তাঁর মনে হচ্ছিলো- এই মেয়েটি- তো , যাঁর জন্য সে-
হয়তোবা কাজ হয়েছে শেষ , তবু সে বেঁচে
কিন্তু কোথায় সাহস , যায় মেয়েটি র কাছে ,
মনের ঝড় মনেই রাখা আছে,
" তোমাকে বলতে পারলাম না তুমি আমার
শুধু আজকের উপস্থিতি রেখে চলে যাচ্ছি। যদি দেখা পাই আর।"
সে চলে যাচ্ছিলো---
কৃষ্ণা , তাঁর শেষ উপস্থিতি পর্যন্ত তাকিয়েছিলো।।