কাঁটা তার
কাঁটা ঝোঁপ
তার মধ্যে ফুল ফুট-তে চায়-
পোকা-মাকড়ের বাস আর
কাদার কোপ
পদ্ম সৌখিনতা ছড়ায়।
আমি বিদ্ধ আছি
সহস্র কাল
তুমি দিয়েছো দেখা
খুঁড়ে মাটি
সাঁঝ-বাতি
আমার হৃদয়ে মেলেছে পাখা-
আলো পড়েছিল
জল ঝরেছিল
সঞ্জীবিনী ছিল মাটি চাপা।
সব মাঝে দীপ্ত তুমি
যৌবন উচ্ছলিত
ফুল ফোটে শাখায় শাখায়-
বারে -বার জাগে ভূমি
সন্মিহিত জীবন
নতুন করে উঠতে চায়।।