( আমার স্ত্রী গত চার্ দিন যখন hospitalized তখন স্ত্রী-র প্রতি)
তুমি অসুস্থ , শুয়ে আছ চোখ বুজে
আমি দাঁড়িয়ে দেখে যাচ্ছি তোমাকে,
আর নিঃস্তব্ধ , নিঃশ্চুপ ভীষণ চারিপাশ।
একটা গোপন নিঃস্বাশ শুধু নিয়েছিল পথ খুঁজে
আর কে যেন আমাদের প্রতি-মুহূর্তের সময়গুলি ধরছিল চোখে,
থাকা আর যাওয়ার মুহূর্ত একমাত্র করছিল বাস।
তোমার মধ্যের এক বিশাল শক্তি চেয়েছিল আমার প্রতি
যেন আসতে চাইছিল সব বাধা মুছে-
সে ছিল আমার জন্য। তোমার শরীরের অস্হিরতা।
এ সময়ে ছিল না হিসেবে, ছিল না নিকেষ, ছিল না লাভ, ছিল না ক্ষতি,
পেয়েছিলো ভালোবাসা মহাশূন্যের গভীরতা।