হে আমার সৃষ্টি কর্তা।।
আমাকে দিয়েছো চিন্তা-শক্তি--
তবে দাও উত্তর। প্রশ্ন করি -
কে আমি ? কোথা হতে আমি ?
কি ভাবে আমার মধ্যে আমি , এতো কল্পণা গড়ি।
বলো , সত্যি আমি কিসের পরিচয় টানি ?
তোমার সাথে আমি ,যুক্ত কি উপায় ?-
ব্যাকলি ভাবনায় । এত কিসের ভক্তি -
তোমার জন্যে এত ব্যাকুলতা ভরি ।
তুমি আছো জানি ,
দিয়েছো যখন সাহস এত --
তবে দাও উত্তর। তোমায় বলি -
আমার চারপাশে কেন এত আপশোস !
তোমারই সৃষ্টির মাঝে , কেন দলাদলি ?
এসেছে যারা - যাবে সব ফেলে
থাকবেনা চিহ্ন , কেউ কোথাও নেই,
তবে কেন আপন ভেবে , তাকে দিলাম সব ঢেলে ?
কারো বুকে হেনেছি আঘাত সুযোগ পেয়েছি যেই,
সঙ্গে যাবে-না জানি , তবু হাতছানি,
যা কিছু পেলাম , নিলাম কুড়িয়ে কত কত।
তোমাকেও দিতে হবে উত্তর
এ আমার অধিকার--
বলো , কোথায় আমার স্থান
কোথায় মিলবে আমার - ফেলে আসা - ভালোবাসা
ফেলে আসা শরীর , ফেলে আসা প্রাণ।
যোগসূত্র কোথায় ? কোন -সে নাড়ির টান ,
সব কিছু মিথ্যে ,যদি নিছক তোমার খেলা
জীবন নিয়ে খেললে তুমি ? ? বসালে হাট -মেলা ?
অনেক হল এবারে দাও উত্তর-
এবারে,
সৃষ্টির আদালতে, হোক এবার - তোমার বিচার।।