তোমরা মাত রক্ত খেলায় তোমরা ফেরো খুনে-র নেশায়
তোমরা ছিনাও স্বর্গ দান তোমরা তো নাও সহজ প্রাণ।
শ্রেষ্ঠ হতে পৃথ্বি বুকে তোমরা কেবল আঘাত আনো
এই পৃথিবীর সকল ভোগ তোমরা কেবল নিজের মানো,
তোমরা পারো করতে শেষ , অন্ধকারে বৈরাজ্য -
তোমার জন্য লেখা আছে এই পৃথিবীর ঘিন কার্য।
মজুদ আছে অস্ত্র কত - তোমরা শুধুই ধ্বংস চাও
এক লহমায় তোমরা হাওয়ায় জীবন-নাশক মিশিয়ে দাও-
আমরা হাওয়ায় মেশাই রং আমরা মাতি উৎসবে
আমরা নমি -মাথা নত , আমরা মিলি গলে সবে।
আমরা মায়ের শক্তি পুজি , এক সাথে রই খুশি করে
আমরা কাটাই কত-না মাস পড়ব করে ভক্তি ভরে,
আলোক ঝরে রাশি রাশি , বাদ্যি বাজে বাতাস-মুখর
দুয়ার খোলা ভাবের প্রকাশ , জ্ঞানের ছটায় দীপ্তি প্রখর।
সৃষ্টি হতে আমরা আছি সব মুহূর্তই আমরা বাঁচি
আমরা কেবল মানব-জাতি তাই যে সুখের, উৎসবে মাতি। ।