বাবু- র কাছে নাম বাড়াতে কথাটা পারলো রামলাল
" হে: হে:, হচ্ছে চুরি কবিতা বাবু , বুঝুন কেমন দিনকাল,
এই তো সেদিন জানতে পেলেম 'কবিতার আসর ' থেকে-
দু জন চোর রাখছে চোখ বসেছে খুব জেঁকে।"
বাবু বলে " বলিস কিরে! এযে সর্বনেশে রাম
অনেক আগেই দিতাম ছেড়ে এই যদি জানতাম।
সেদিন থেকে বন্ধ লেখা , নিশ্চিন্তে খুব বাবু
রামের দিকে তাকিয়ে বলে " চোর হয়েছে কাবু। "
সে তো হল কিনতু বড় হয়েছে এক মুশকিল
ভাবনা গুলো মাথার মধ্যে করে খালি কিলবিল ,
এ- ভাব আসে ও-ভাব আসে , ভাবনা ঘোরে হাজার
একটা ভাবনাও কবিতা হয়ে হয়না ওঠা আর।
চারিদিকে হচ্ছে যে সব , কে নেবে তার দায়?
লোকের কাছে সঠিক মন্ত্র যাবে কি উপায়,
কবিতা তো নয় শুধু লেখা, এ তো সমাজ-কারন -
কবিতা আজও অস্ত্র বড় , মন্দ যখন চরম।
শরীর মাঝের চিন্তা-গুলো জায়গা যে না পায় -
খোঁচা মারে বাবু-র মাথায় " দে না বাবু পাতায়"।
বাবু বলে " ঘুম আসে না পেলাম তবে উপায়-
হোক না চুরি , তবু লেখা ঠিকানা যদি পায়।"