সেদিন সবাই জেগেছিল ঘুম থেকে --
সূর্যের আলো পড়ছিল ঘাসে -ঘাসে
গাছের পাতা হচ্ছিলো প্রসারিত ,
সেদিন রক্তিম সূর্য নিয়েছিল দখল আকাশে
আর , সতেজ শক্তি ফিরছিলো বাতাসে-বাতাসে,
ঘুমিয়েছিল তারা , যারা এমন সকাল কারিত।
আমিও বেরিয়েছিলাম বদ্ধ কারাগার হতে - সবুজের পথে পথে ,
হৃদয়ের মাঝখানে - সকলে মিলি ঢাললো আনন্দ আমার প্রাণে।
আমি বেঁচেছিলাম সেদিন , আমি নিজেকে পেলাম সেদিন এই পৃথিবীতে,
নিজেকে বিছিয়ে দিতে - জীবনোত্তর অমৃত নিয়ে নিতে।
সেদিন সবাই জেগেছিল ঘুম থেকে -
জিওন কাঠির স্পর্শ দিয়েছিলো ছোঁয়া একে - একে। ।