আমি হাটছি যে পথ ধরে
ছিল প্রস্তরের মতো
আমাকে ঘিরে-ছিল জঞ্জাল ,কাঁটা ,আমার শিয়রে
হারানোর ব্যথায়- ক্ষত বিক্ষত।
তুমি , শুধু প্রেম দিয়েছিলে প্রাণের কোথাও ভরে
জে থামতে দেয়না এক মুহূর্ত , এক মুহূর্ত থাকেনা চুপ করে ,
এ প্রেম স্ফুরণ তোলে , জ্বালায় প্রদীপ শত শত
যে প্রদীপ অনরত নিঃশেষিত গলিত দেহে
আলো করে গেছে। প্রাণে চেতনা ধরিয়ে গেছে-
চেতনায় - এগিয়ে চলেছি আমি , বলে " পথিক ক্লান্ত কেন হে ?
তোমার কাছে গচ্ছিত শক্তি - আমার নিস্তরঙ্গে
দাব -দাহ আগুন খালি আছে, তবু শেষ হীন বাসনা আমার অঙ্গে অঙ্গে
আমি নিজেকে দিয়েছি গেথে তোমার মধ্যিখানে , তোমার আড়ালে-
আমার শিখা নব নব রূপে উঠবে জ্বলে তোমার যাত্রা কালে।"
আমি চলেছি তাই , অপরাজিত আমি
আমি পেয়েছি সে বাণী , পেয়েছি তোমার ইচ্ছা-গুলো ছড়িয়ে শিহরণে যত ,
আমি দেখেছি বিপদ পরাস্ত হতে , দুর্বার পথও করেছিল মাথা-নত ।
অসীম এর মাঝে একাকী আমি , আমি নির্ভীক পথিক
কি সেই প্রেম ! করে ছিল আলো , খুলে গেছে দিক-দিক ।।