আমার পাড়ায় থাকতো সেই পাগল
তাকাত আর হাসতো , হা -হা -হা-হা।
সবাই আঁড়চোখে তাচ্ছিল্য করতো-বলতো-
"ছাড় ওটা পাগল , দেখ কেমন করে হাসে !
আমি চুপ করে তাকিয়ে থাকি-
তেমন উচ্চস্বরে- উচ্ছাসে আমি হাসতে পারিনা ,
আমি হাসি না , হাসি আসছেনা কেন ?-বুঝতে পারছিনা ,
শুধু বুঝতে পারি -খুব ইচ্ছে করে ওইভাবে একবার আমিও হাসি।
লজ্জা হয় , মিইয়ে যাই মাটি-তে,
লজ্জা হয় , সেই পাগল কি হাসতো আমাদের ওপরে ?-
আমার সমাজের দুর্বল ভিতের ওপরে ?
আরেক জন কে দেখেছিলাম সেদিন রাস্তার ধারে -
অমনি করে চেঁচিয়ে গর্জে হাসছিল আমার পরে-
লজ্জা পেয়েছিলাম খুব , --তবে বুঝিনি কিসের জন্য।।