নাবিক চাই ।।
পৃথিবী হারিয়েছে দিশা
উলুস্থূলুস সর্বাঙ্গ যত ,
ছন্নছাড়া পৃথিবী ফুঁসছে দাবানলের মত ।
সমুদ্র ধরছে রূপ ভয়ঙ্কর অভীপ্সা ,
পৃথিবী দুলছে মাঝে মাঝে- তৃতীয়াংশ বাকি কাজে।
নাবিক চাই।।
সাবধান ! আছো মানব যত
এসো এগিয়ে -
চাই লোক তোমাদের মত ,
দায়িত্ব তুলে নিয়ে
নামো পৃথিবী-র রক্ষায়
সত্তর যোগাযোগ চাই- " নাবিক " চাই ঠিকানায়।
নাবিক চাই ।।
ছাড়পত্র হবে দেওয়া
জঞ্জাল করতে শেষ ,
জীবন বাঁচাতে জীবন নেওয়ায় - থাকবে না কোনো দ্বেষ।
লিপ্ত যারা অপকর্মে
ব্যস্ত সমাজ শোষণে ,
শেষ করা যাবে সে প্রাণ -
সমাজের প্রয়োজনে।
"নাবিক চাই" ঠিকানায় , দরখাস্ত চাই আজ ,
যোগ্য পারিশ্রমিক আর উপযুক্ত কাজ।।