বিশাল এক সভ্যতা চাপা পরে আছে আমার মাটির নিচে ,
সে পোড়া গন্ধ আকাশে বাতাসে , খন্ডে খন্ডে ছড়িয়ে কথা ।।
ঔদ্ধত্যের অহংকার ছিল সেদিনও -আজ মাটিতে ধূলিসাৎ ।-
আজ তুমি নগ্ন -তবু তুমি সুন্দর।।
নতুন মাটি ভরেছে দেহ , গাছে গাছে নতুন ফুল, আকাশে নতুন তারা
আমি এসেছি নতুন পৃথিবীতে , সভ্যতার ওপরে আমার সত্য
আজকের পৃথিবী আমার জন্য, জড়িয়ে ধরেছে আমাকে
আজ আমি রেখেছি ঢেকে-তবু উৎকণ্ঠা ।।
তোমরা নিশ্চিহ্ন , কিছু স্তূপ কেবল ইতিহাস-এর পাতার পিছে ,
অহংকার-গরিমা-লজ্জা মাটিতে নিয়েছে শয্যা , খবর রাখেনি সত্যতা ।।
তবে কেন সৃষ্টি ? পৃথিবীর বুকে নতুন নতুন সভ্যতার চাপ।-
আমি এসেছি - তোমার বুকের ওপর ।।
কি তবে চায় সৃষ্টি আমার , কেমন করে হবে দেওয়া সব সারা ?
জননী পাবে মুক্তি আমার - আমার আমিত্ব দেখবে অমরত্ব
জানি আমার গন্ধ তবু মিলাবে আকাশে, আমি জ্বলবো কালো রাতে
তবু থাকবে শান্তি আমার- সৃষ্টি ভরবে চির শূন্যতা।।