তোমাকে বিশ্লেষণ করবো সাহস নেই আমার
কত খামতি -র ছবিতে বিদ্ধ বার-বার
যখনি তুলেছি আঙ্গুল, নিজের পূর্ণতায় এতো বাকি।
তোমাকে প্রশ্নের মুখে আমি কি উপায় রাখি
বিরক্তে তোমার কথা বলছিলাম, আমি সেদিন শোকে -
তোমার-ই ছোট্ট শিশু খেলছিল আমার হাতে
হঠাৎ আমার চোখ পড়লো তোমার নিষ্পাপ শিশুর চোখে-
সেই চোখ আজও ঘুমোতে দে না রাতে,
এখনও আমাকে প্রশ্ন করে যেন " তুমি কি সব কিছুর উর্ধে ?"
ছটফট করতে থাকি - উত্তর পাইনা খুঁজে-
অসম্পূর্ণ আমি, কত ভুল এখনও পারিনি ছুঁতে -
মেলাতে চেষ্টা করি নিজেকে, বারম্বার ছোট্ট শিশু-র মুখে।।