একদিন আমি আসবো ঠিক আমার ফেলে যাওয়া কাজের মাঝে
হিম শীতল শরীর ধরে.
একটু একটু করে - তৈরী করেছি, সৃষ্টি করেছি এ সংসার
কত ঘাম ঝরে, কত ত্যাগের পরে।
প্রতি অংশে বহিত আমার ক্ষরিত রক্তের ভার।
তিলে - তিলে তৈরী করছি আমি, স্বপ্ন দিয়েছি গেথে
এ আমার রচনা এই তো আমার বাগান
এ খানেই তো বেঁধেছি প্রাণ , নিজেকে শোপেছি রেখে।
আমি পেয়েছিলাম রক্ত , ধমনী সজাগ শিরায় -
পেয়েছিলাম খেত ভরা জমি শক্ত হাতে লাঙ্গল
যেখানে স্নিগ্ধ বাতাসে খায় দোলা আজ শষ্য শ্যামলা ফসল
আমি স্থির চোখে চেয়ে থাকি, আমার সৃষ্টিরা আমায় ঘিরে
সফল গন্ধ ছড়ায়।
তারা মাথা নোয়ায় আমার পায়ে আমার ছোঁয়া নিতে
আমিই যে নিয়েছি দায়িত্ব তুলে সামনের দিকে।
আসবো আমি বার -বার -আমার রচনা মাঝে-আমার কাজে কাজে।।