আমি কুৎসিত মেয়ে তো
আমার এতো চাহিদা থাকতে নাই,
বিয়ে হলেই ভাগ্য , বলে দিয়েছিলো সবাই।
আর এতো স্বপ্ন স্বপ্ন কি আছে ?
কেউ দেবে না ঠাঁই - দেখবি কে পাশে থাকে -
ভালো করে বুঝিয়েছিল 'মা ' .আমাকে।
অনেকে দেখার পর হঠাৎ সেদিন
একজন দিয়েছিল আমাকে ক্রয়ের অনুমতি ,
মাথা নিচু করে ছিলাম আমি- বোঝাই নি কাউকে সত্যি।
আমার লাগেনি ভালো
চিৎকার করে বলে উঠতে পারিনি আমি ,
ওঁরা যে চলে গেলে, চোখ মাথা তুলে চাইবেনা , জানি।
আমাকে ভালোবাসতে নেই
কখোনো বলে দেয়নি আমার -ভোরের হাওয়া-রাত- এর তারা,
আমাকে সুন্দর স্বপ্নের মধ্যে বেঁধেছিল আমার মাটি-আমার ঘর-গাছে গাছে ফুল ভরা।
তবে ওদেরই সাথে আমি
বাঁচতে পারবনা কেন একা , থাকতে পারবনা ওদের মাঝে ,
কেন থাকতে-ই হবে কোনও মানুষের সাথে ?।
আমিও যদি একা
থাকি এই ভূমিতে , আমার শৈশবের সাথে মিশে মিশে
তবে ভয় কিসে । শুনেছি আছে এক ভয় সর্বনিশে ।
'মা 'বলেছে চাই একজন
জে নেবে আমার দায়িত্ব , জে যোগাবে ভাত ,
হলোই বা তাঁর একটু শক্ত হাত ।
তার মধ্যেই নিতে হবে সুখ
আমার মতো মেয়ে-মানুষের ভালোবাসতে নেই -
সেই আমি যখন একা কাছে এসেছে অনেকেই।
কিন্তূ পাইনি কাউকে আপন করে
অনেকেই করেছে মজা নিছক খেলার ছলে ,
আমার ভালোবাসা সস্তা বড় , গড়ায় চোখের জলে।।