কালো মেঘে আজ আলো র আভা উঠল
বাতাসের , আদ্রতা আজ ছুটল
করুণতা, আজ দিকে দিকে তার করুণা ঢাললো
আঁধার মুছে ঘাসের ওপর আলোক কিরণ পড়লো -
সেই আলোক কিরণ ,আমার বুকেও দিল ছোঁয়া,
তার গন্ধে হৃদয় আমার ভরলো সকল পাওয়া।
বেঁচে থাকার , কঠিনতার লড়াই মাঝে
আর নেই সে ভয়, নেই সংশয় আমার কাছে,
আজ খুশিতে দিলাম আমায় নিঃস্ব করে
অনন্ত কাল আলোক কিরণ পড়ুক ঝরে।।