একাকী তুমি আমায় খালি চাও,
আমি ব্যস্ত আমার লেখায়।
দাঁড়িয়ে জানালায় তুমি যে সুর দাও
মাঝে মাঝে সে আমার কান ছুঁয়ে যায়।
সঙ্গীহীন একা , তবু সার্থক জীবন,
তবু কত তোমার সাধ পূর্ণ মনে হয় !
বুঝিনি কি দিলাম , ছুঁয়েছে তোমার মন
হাসিতে মিলিয়ে দিলে সম্পূর্ণ পরাজয়।
তোমার খেলার সামগ্রী , ব্যস্ত নিজের কাজে
নেই সময় পাওয়ার সময় , মস্ত কাজের ভারে ,
বুঝি কত গল্প- কথা , তোমার প্রাণে বাজে-
নিজেকে দিয়েছো মেলে নিজের সংসারে।।