তুমি এসেছিলেএকদিন নিজেই
যখন আমার প্রথম যৌবন,
তোমায় দেখে শিউরে-ছিল মন।
কে তুমি ? অঙ্গে তোমার এত আলো !
চোখ তোমার গভীর ভাষা ! নিমেষ ঘনো কালো,
আগে কখনও কাউকে লাগেনি এতো ভালো !।
তুমি ছিলে প্রথম প্রেম আমার,
কত রঙের শাড়ি পড়েছিলে আর-
মুখে হাসি। কোনও চাওয়া ছিলো-না তোমার,
তোমাকে পেয়েছিলাম , আমার মনের মতন করে,
তারপর হঠাৎ একদিন কোথায় গেলে সরে !-
আর পেলাম না তোমায়। ফাঁকা চোখের পরে।
কত জন এলো ,- কত জন গেলো,-এলে না তুমি।
ফিরিয়ে-ছিলো মুখ আমারও জন্ম-ভূমি ,-
এসেছিলো আমার হয়ে সে ছিলো গুণী,-
কিন্তূ তুমি আসনি কাছে -
আবার তুমি এলে , আমার অন্তিম শয্যার দিনে-
তখন কিছুই ছিলো-না আমার , সবর্স্ব গিয়েছে ছিনে ,
শুধু একটি দাবি রাখা আছে -
আবারও যেন পাই দেখা , আমার যৌবনের প্রথম দিনে।।