তোমার সৃষ্টি-কে দাওনি বুঝতে
সৃষ্টি চাওয়ার- ইচ্ছা।
প্রথম যখন উঠেছিলো -
প্রসব বেদনা, মনে,
কতো অন্তর্নিহিত , কতো গভীর পথে-
এসেছিলো সৃষ্টি, দাঁড়িয়ে তোমার মতে।
কারণ খোজেনি সে পরে, পৌঁছোতে দেয়নি -
আদিম বিশ্বাস ,
সৃষ্টির কতো পূর্বে-ই ঘটে গিয়েছিলো
নতুন সৃষ্টির প্রকাশ।
তুমি দিয়েছো রেখে, অন্ধকারে-
কেবল হেসে থাকো -
ইচ্ছে করে অবুঝ রেখে, নিজেকে লুকিয়ে রাখো । ।