পৃথিবী নিজের মতন করে চেয়েছে পেতে
আকাশ নক্ষত্র হতে পাতাল পথে পথে,
একসূত্রে বেঁধে, দিয়েছিলো গেথে , প্রকান্ড শক্তির টান
নিজ গর্ভ বুকে।
নির্জীব- ই হোক অথবা সজীব , তার-ই সাজানো শর্তে
নিজের অগোচরে ঘুরছে তার মতে ,
এখানে নিয়ম , আপোষহীন
এখানে বাঁধা , রাত্রি-দিন,
চারিদিক নগ্নতা, উন্মুক্ত খোলা আকাশ
নগ্নতার মধ্যেই প্রথম শাঁসের প্রকাশ,
তারই ইঙ্গিতে জড় তারই ইঙ্গিতে সজীব, মিশে মদ্য নেশায়-
পৃথিবীর আচরণেই নিজেকে মেশায়।
সঞ্চিত রেখেছে লাভা নিজ অভ্যন্তরে, বহু দিন যত্ন করে,
খরচা করেনি , শেষ করেনি এখনো,
সজ্জিত যেনো অন্তিমের জন্য।
এসবের মাঝে মাতৃ কোলে নিশ্চিন্ত জাতক-
ঘেঁষতে পারেনি শরীর পৃথিবীর ঘাতক,
নিজের মতন করে দিয়েছে রেখে নিজ অস্তিত্ব অভিলাষে-
ঔদ্ধর্ত স্পর্ধা দিয়েছে তুলে বিলুপ্ত ইতিহাসে -
ক্ষুদ্র লোভের দিকে তুলেছে চোখ কটাক্ষ পরিহাসে।।