যেদিন নাভী ছিঁড়ে আলাদা আমি
হিংস্র শকুন -এর মাঝে , নিশ্চিত উপযুক্ত,
অন্ধকার গর্ভো থেকে বাইরের অনুমতি
প্রথম আলো অনুভূত,
তৈরী হয়ে গিয়েছিলো সজীব।
সেদিন , আর ছিলোনা প্রয়োজন খাদ্য- নালিতে
অসহায় আবেদন,
সেদিন নির্ঘাত এসেছিলো কানে ,
জঙ্গলের আমন্ত্রণ।
নাভী-ছিন্ন আমার প্রস্তুত শিকড়-
সেদিন নিশ্চিত পৃথিবীর বুকে, রেখেছিলো খবর।।