হঠাৎ একদিন মাথা তুলে দাঁড়ায়
থাকতে চায়নি আর
তাচ্ছিল্য পদাঘাতে,
মানতে চায়নি বহু-বছরের, মেনে নেওয়া সব বাধা,
নোংরা ধূলিতে আর কতকাল, সইবে নিজের মাথা-
বুঝেছিলো, ভিক্ষা করে জুটবে-না সন্মান
কেউ দেবে না ভালোবাসা , কেউ দেবে না দাম,
একদিন তাই ধরলো লড়াই , প্রকান্ড গর্জন!
নড়ে উঠলো আকাশ, পাতাল , নড়ে উঠলো আসন,
ছিনিয়ে নিলো আসমানে স্থান , অনেক উঁচু হঠাৎ-
লড়াই করে-ই বোঝালো জাত-
তারও মেঘের সাথে।
সন্তূষ্ট যাঁরা- দয়ার হাতে
একটু তে সব সয় ,
এক ধূলিতে তাদের সাথে-
এক মুহূর্ত নয়,
তাই যে লড়াই , তাই যে চাই , সমাজে এক নাম,
তাঁর জন্য ও ছাড়তে হবে, তার প্রাপ্য স্থান-
একদিন সে আকাশ-টাকে ছুড়লো হুশিয়ার -
আমি নোই নিচু-তলা , আমি এক প্রকান্ড পাহাড়।।