ভুলতে কি পেরেছো সেই রাস্তা ?
সেই নতুন যৌবন।
একটা নির্দিষ্ট জায়গা ছিলো
যেখানে শেষ হতো আমাদের হাটা
গল্প আরো কিছুক্ষন ।
সবে মাত্র নিচ্ছিলো স্থান - স্বপ্ন রা আনাগোনা,
তৈরি হচ্ছিলো খুব ধীরে এক সুন্দর গোপন রচনা
ঘোরের মধ্যে যাচ্ছিলো কেটে সময়- গুলি যতো ,
চারিদিকে শুধুই প্রেম, শুধু ভালোবাসা , চারিদিক ভরা প্রাণ,
কতো গল্প জায়গা পেতো , আনন্দ ছিলো কতো।
আজ কঠিন বাস্তব।
তখন ছিলাম ছেলে-মানুষ , হাসছে পৃথিবী যেনো ,
মনের হাসি ফুরিয়েছে আজ , স্বপ্ন দেয় না উঁকি
আজ তুমি মনে এলেও মানতে চাই না কেনো ?
এ অন্য সমাজ-নিতে দেয় না যে ঝুঁকি।
তুমি গিয়েছো ফিরে সেই রাস্তায় একবার ?
সেই চেনা পথে।
থমকে গিয়ে একমুহূর্ত কি চেয়েছো আবার
আমাদের দু -জন কে খুঁজতে।
ধরতে চেয়েছো আমার হাত, কেঁদেছিলে প্রাণ-ভরে ?
দেখেছিলে চারপাশ দিছিলো ধরা-
সেই আগের মতন-ই করে।।